হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ, চারজনকে কুপিয়ে জখম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার রাতে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন টঙ্গীর মরকুন এলাকার ইমাম আলীর ছেলে দিপু (২৭), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আরিফ (১৩), টঙ্গীর গোপালপুর এলাকার শাহজাহানের ছেলে সেলিম (৩০) ও গাজীবাড়ি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে আমির হামজা ভোলা (৩০)।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মরকুন এলাকায় অপু ও আবিরের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনার সূত্র ধরেই গতকাল শনিবার রাত ১০টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় তারা চারজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে দুই পক্ষের অর্ধশতাধিক কিশোর হাসপাতালে জড়ো হয়। পরে সেখানে তারা আবারও সংঘর্ষে জড়ালে খবর পায় পুলিশ। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান