হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ, চারজনকে কুপিয়ে জখম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার রাতে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন টঙ্গীর মরকুন এলাকার ইমাম আলীর ছেলে দিপু (২৭), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আরিফ (১৩), টঙ্গীর গোপালপুর এলাকার শাহজাহানের ছেলে সেলিম (৩০) ও গাজীবাড়ি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে আমির হামজা ভোলা (৩০)।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মরকুন এলাকায় অপু ও আবিরের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনার সূত্র ধরেই গতকাল শনিবার রাত ১০টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় তারা চারজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে দুই পক্ষের অর্ধশতাধিক কিশোর হাসপাতালে জড়ো হয়। পরে সেখানে তারা আবারও সংঘর্ষে জড়ালে খবর পায় পুলিশ। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির