হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ, চারজনকে কুপিয়ে জখম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার রাতে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন টঙ্গীর মরকুন এলাকার ইমাম আলীর ছেলে দিপু (২৭), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আরিফ (১৩), টঙ্গীর গোপালপুর এলাকার শাহজাহানের ছেলে সেলিম (৩০) ও গাজীবাড়ি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে আমির হামজা ভোলা (৩০)।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মরকুন এলাকায় অপু ও আবিরের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনার সূত্র ধরেই গতকাল শনিবার রাত ১০টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় তারা চারজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে দুই পক্ষের অর্ধশতাধিক কিশোর হাসপাতালে জড়ো হয়। পরে সেখানে তারা আবারও সংঘর্ষে জড়ালে খবর পায় পুলিশ। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন