হোম > সারা দেশ > ঢাকা

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমানের কাছে ই-মেইলে তাঁর এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানিয়েছে, তবে তার এই পদত্যাগপত্র গৃহীত হবে কি হবে না সেই সিদ্ধান্ত দেবেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আগামী রোববার বিষয়টি স্পষ্ট হবে। ওই দিনই উপদেষ্টা প্রথম কর্ম দিবসে যোগ দেবেন।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকেই রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে অনিয়মিত হয়ে পড়েন। এরই মধ্যে গভর্নরসহ সব ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। ইতিমধ্যে একজন ডেপুটি গভর্নর সাদা কাগজে সিলমোহর স্বাক্ষরিত পদত্যাগ পত্র  জমা দিয়েছেন। বাকিরাও পদত্যাগ পত্র জমা দেবেন বলে শোনা যাচ্ছিল। এরই মধ্যে গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। 

জানা গেছে, এক পৃষ্ঠায় খুব স্বল্প অক্ষরের পদত্যাগ পত্রে তিনি শুধু ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। 

তবে এ বিষয়ে বক্তব্য জানতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমানের মোবাইলে ফোন দিলে রিসিভ করেননি। 

২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ