হোম > সারা দেশ > ঢাকা

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমানের কাছে ই-মেইলে তাঁর এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানিয়েছে, তবে তার এই পদত্যাগপত্র গৃহীত হবে কি হবে না সেই সিদ্ধান্ত দেবেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আগামী রোববার বিষয়টি স্পষ্ট হবে। ওই দিনই উপদেষ্টা প্রথম কর্ম দিবসে যোগ দেবেন।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকেই রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে অনিয়মিত হয়ে পড়েন। এরই মধ্যে গভর্নরসহ সব ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। ইতিমধ্যে একজন ডেপুটি গভর্নর সাদা কাগজে সিলমোহর স্বাক্ষরিত পদত্যাগ পত্র  জমা দিয়েছেন। বাকিরাও পদত্যাগ পত্র জমা দেবেন বলে শোনা যাচ্ছিল। এরই মধ্যে গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। 

জানা গেছে, এক পৃষ্ঠায় খুব স্বল্প অক্ষরের পদত্যাগ পত্রে তিনি শুধু ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। 

তবে এ বিষয়ে বক্তব্য জানতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমানের মোবাইলে ফোন দিলে রিসিভ করেননি। 

২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার।

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে