হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় শ্রমিক–আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক, সাভর

সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান (২৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন রাসেল ও নয়ন নামের দুই শ্রমিক।

আজ সোমবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

কাউসার হোসেন খান ম্যাংগো টেক্সট লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি সেখানকার সেলাই মেশিন অপারেটর ছিলেন। কাউসার আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় থাকতেন। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মো. নেছার উদ্দিনের ছেলে। 

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে মণ্ডল গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছিলেন। এ নিয়ে পুলিশ, মালিকপক্ষ ও শ্রমিকেরা সমাধানে বসেন। এ সময় কারখানার বাইরে কিছু শ্রমিক অবস্থান করছিলেন। একপর্যায়ে বাইরে থাকা শ্রমিকেরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পাশের ন্যাচারাল ও ম্যাংগো কারখানা শ্রমিকেরাও রাস্তায় নেমে আসেন। তাঁরা কারখানাগুলোতে ভাঙচুর চালিয়ে সড়কে অবস্থান নেন।

পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে অবস্থান নেয়। শ্রমিকেরা তাদের দিকেও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এর মধ্যে গুরুতর আহত হন কাউসার, ন্যাচারাল কারখানার শ্রমিক নয়ন ও রাসেল। তাঁদের মধ্যে কাউসারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নয়ন ও রাসেল সেখানে চিকিৎসাধীন। তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই কাউসারের মৃত্যু হয়েছে। তাঁর তলপেটের বাঁ–পাশে ক্ষত আছে। সম্ভবত এটা গুলি। 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া সংঘর্ষে শ্রমিক মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। ওসি বলেন, সংঘর্ষ চলাকালে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা আমরা নিশ্চিত না।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার