হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিলে দেরিতে অ্যাকশনের ব্যাখ্যা দিলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিছিল ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এখনো ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশ নেওয়াদের শনাক্তের কাজ করছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ শনিবার বিকেলে গণমাধ্যমকে আইজিপি বলেন, ‘ভিডিও দেখে লং মার্চে (মার্চ ফর খিলাফত) অংশ নেওয়া হিযবুতের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ চলছে।’

অপরদিকে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সত্ত্বেও নিষিদ্ধ সংগঠনটি কীভাবে মিছিল করতে পারল সে প্রশ্নে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ মুসল্লিদের কারণে হিযবুত তাহরীর সদস্যদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে সময় নিয়েছে পুলিশ। তাদের আলাদা করে অভিযান চালাতে হয়েছে।

গতকাল শুক্রবার বায়তুল মোকাররমে ঘোষণা দিয়ে হিযবুত তাহরীরের মিছিল করতে পারার পেছনে পুলিশের ‘গোয়েন্দা ব্যর্থতা’ রয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নেই। ডিবি ওই অর্থে গোয়েন্দা না, গোয়েন্দা বাহিনীর প্রধান কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন (গোয়েন্দা তথ্য সংগ্রহ)। আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে। ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে।’

তিনি বলেন, ‘তবে কালকের ঘটনায় আমরা প্রথমে গেটেই আমরা তাদের ডিসপার্স (ছত্রভঙ্গ) করতে পারতাম। কিন্তু গেটে প্রচুর মুসল্লি, সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে মুসল্লিরা (টিয়ার) গ্যাস দ্বারা আক্রান্ত হতে পারেন। মুসল্লিদের ক্ষতি হতে পারে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। সে জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে তাদের বিচ্ছিন্ন করে পল্টন মোড় থেকে যখন বিজয়নগরের দিকে মোড় নিতে গেছে, তখন আমরা অ্যাকশনে গেছি এবং তাদের আমরা ডিসপার্স করছি।’

গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত হিযবুত তাহরীরের মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত বলেও জানান ডিএমপি কমিশনার।

আরও পড়ুন:–

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ