হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে প্রকাশ্যে ফাঁকা গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে গুলিবর্ষণ। ছবি: ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।

২ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে এক ব্যক্তিকে পিস্তল বের করে একটি ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি সরে যান।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার বাসিন্দা হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করে রূপগঞ্জ ইউনিয়নের বাগেরআগা গ্রামে সপরিবারে বসবাস করেন। এরই মধ্যে তিনি টেকনোয়াদ্দা এলাকায় কিছু জমি ক্রয় করেন। একই দাগে জমি ক্রয় করেন শামিম মিয়া নামে আরেক ব্যক্তি।

বিষয়টি যাচাইয়ে আজ (বুধবার) টেকনোয়াদ্দা মৌজার জমির জরিপকাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় আসেন। খবর পেয়ে উভয়ে টেকনোয়াদ্দায় আসেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে শামিম মিয়ার লোকজন হারুন-অর-রশিদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

হারুন মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। হারুন-অর-রশিদ পিস্তল বের করে একটি ফাঁকা ছোড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি চলে যান।

খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোহেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেন।

জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। তবে অস্ত্রধারীকে পাওয়া যায়নি। লোকমুখে আমরা শুনেছি তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ