হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলার অভিযোগ

প্রতিনিধি, (কেরানীগঞ্জ) ঢাকা

কেরানীগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা বাড়ি থেকে মটরসাইকেল ও আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগকারী মো. কোরবান আলী বলেন, ‘আমার ছোট ভাই আমজাত আলীর শ্যালক ফয়সাল মাদক ব্যবসা করে। সে প্রায়ই মাদক নিয়ে এসে আমাদের বাসায় লুকিয়ে রাখতো। আমি বাধা দেওয়ায় আমার ছোট ভাই আমজাত, তার শ্যালক ফয়সাল চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন, মুক্তিসহ ১৫-২০ জন সন্ত্রাসীকে নিয়ে আমার বাসায় হামলা চালায়। এসময় তারা আমার বাসার আসবাবপত্র ও মোটরসাইকেল ভেঙে ফেলে।  এতে আমার প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আমি  ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে’। 

প্রত্যক্ষদর্শী মানিক বলেন, হামলার ঘটনা আমরা দেখেছি। তবে কী কারণে হামলা করা হয়েছে তা বলতে পারবো না।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো বাসেত জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনাটি ঘটেছে।

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট