হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে বেতবনে বাঘ নেই, এডিট করে বসানো: কিশোরের স্বীকারোক্তি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বেতবনে চিতাবাঘ বিচরণ করার বিষয়টি মিথ‍্যা বলে স্বীকার করেছে ফেসবুকে ছবি পোস্ট করা কিশোর শাকিব (১৫)। গত মঙ্গলবার সন্ধ্যায় বন বিভাগের হতেয়া রেঞ্জ কার্যালয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জিজ্ঞাসাবাদে ওই কিশোর চিতাবাঘের ছবিটি এডিট করে বসিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। 

জিজ্ঞাসাবাদে শাকিব জানায়, প্রথমে হতেয়া রেঞ্জ কার্যালয়ের সামনে বেতবনের একটি ছবি তোলে। এরপর অনলাইন থেকে একটি চিতাবাঘের ছবি নিয়ে এডিট করে সেখানে বসায়। পরে ফেসবুকে ‘বেতবাগানে চিতা বাঘের আতঙ্ক!’ শিরোনামে স্ট্যাটাস দেয় ওই কিশোর। মূলত ফেসবুকে ভাইরাল হওয়ার জন‍্য এ কাজ করেছে। এ বিষয়ে লিখিত মুচলেকা নিয়ে ওই কিশোরকে ছেড়ে দিয়েছে তদন্ত কমিটি। 

স্থানীয় এক গৃহিণী দাবি করেন, বেতবনের সড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকবার বড় বিড়ালের মতো একটা জন্তু সামনে পড়েছে। ওই জিনিসটার মুখও দেখতে বাঘের মতোই। 

এ বিষয়ে বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ বলেন, ‘ওই বেতবাগানে চিতাবাঘের বিচরণের খবর মিথ্যা। কিশোর শাকিব বন‍্যপ্রাণী দমন ইউনিটের কাছে এ কথা স্বীকার করেছে। ভবিষ্যতে এমন মিথ্যা গুজব ছড়াবে না মর্মে স্বীকারোক্তিতে মুচলেকাও দিয়েছে। তবে ওই বনে বাগডাসা (বড় বিড়াল) আছে বলে কয়েক মাস আগে থেকেই এলাকার লোকজনের মধ্যে আলোচনা চলছিল।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, ‘বেতবাগানে চিতাবাঘের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে বন‍্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঘটনাস্থলে গিয়ে এ তথ‍্য মিথ‍্যা বলে প্রমাণ পেয়েছে। এক কিশোর এই মিথ‍্যা তথ‍্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে।’ 

উল্লেখ্য, স্থানীয় এক কিশোর গত শনিবার উপজেলার হতেয়া বেতবাগানে চিতাবাঘ বসে আছে এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করে। এ নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়। মুহূর্তেই এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সংবাদটি বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন ও টেলিভিশনেও প্রচারিত হয়। স্থানীয়রা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু