হোম > সারা দেশ > টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে আটকে ছিল লালমনিরহাট এক্সপ্রেস, ৬ ঘণ্টা পর চালু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ছয় ঘণ্টা আটকে ছিল। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ইঞ্জিন মেরামত শেষে আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।

লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে যাত্রাবিরতি দেয়। অনেকক্ষণ হলেও ট্রেনটি আর ছাড়েনি। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো ট্রেন ক্রসিং করবে, তাই সময় লাগছে। কিন্তু পরে জানা গেল ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গেছে। কখন ট্রেনটি ছাড়বে তারও কোনো তথ্য দিতে পারেনি। তবে প্রথমে জানানো হল ঢাকা থেকে অন্য ট্রেনের ইঞ্জিন আনা হবে। কিন্তু ইঞ্জিন না এনে মেরামতকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এতে পরিবার নিয়ে চরম কষ্ট ও আতঙ্কে রাত কেটেছে তাঁদের। 

বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করিম বলেন, ‘গতকাল ঢাকা থেকে ছেড়ে আস লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিন চালু হচ্ছিল না। ইঞ্জিন মেরামত শেষে আজ সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে গেছে।’ 

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে আটকে ছিল। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন