হোম > সারা দেশ > টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে আটকে ছিল লালমনিরহাট এক্সপ্রেস, ৬ ঘণ্টা পর চালু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ছয় ঘণ্টা আটকে ছিল। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ইঞ্জিন মেরামত শেষে আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।

লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে যাত্রাবিরতি দেয়। অনেকক্ষণ হলেও ট্রেনটি আর ছাড়েনি। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো ট্রেন ক্রসিং করবে, তাই সময় লাগছে। কিন্তু পরে জানা গেল ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গেছে। কখন ট্রেনটি ছাড়বে তারও কোনো তথ্য দিতে পারেনি। তবে প্রথমে জানানো হল ঢাকা থেকে অন্য ট্রেনের ইঞ্জিন আনা হবে। কিন্তু ইঞ্জিন না এনে মেরামতকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এতে পরিবার নিয়ে চরম কষ্ট ও আতঙ্কে রাত কেটেছে তাঁদের। 

বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করিম বলেন, ‘গতকাল ঢাকা থেকে ছেড়ে আস লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিন চালু হচ্ছিল না। ইঞ্জিন মেরামত শেষে আজ সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে গেছে।’ 

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে আটকে ছিল। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট