হোম > সারা দেশ > ঢাকা

ডাসারে মানব পাচারের মামলায় ২ আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলায় মানব পাচারের মামলায় আজ মঙ্গলবার গ্রেপ্তার দুই আসামি। ছবি: আজকের পত্রিকা

প্রলোভন দেখিয়ে ইতালিসহ বিভিন্ন দেশে মানব পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে মাদারীপুরের ডাসার উপজেলা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কোমলপুর গ্রামের বাসিন্দা ফরহাদ মাতুব্বর (৫০) ও একই গ্রামের শুভ মাতুব্বর (৩৮)। তাঁদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে ডাসার থানায় মামলা রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের মানব পাচার করে আসছেন ফরহাদ মাতুব্বর ও তাঁর সহযোগী শুভ মাতুব্বর। তাঁরা বেশ কয়েকজন মিলে লিবিয়া দিয়ে ইউরোপের ইতালিসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছেন। ডাসার উপজেলার কোমলাপুর, বালিগ্রাম, কাজীবাকাইসহ বিভিন্ন এলাকার মানুষজনকে বিদেশ নেওয়ার কথা বলে চক্রটি বিপুল অর্থ হাতিয়ে নেয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ফরহাদ ও শুভর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে থানায় মামলা রয়েছে। তাঁদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট