হোম > সারা দেশ > ঢাকা

আজও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আজও ঢাকা ছেড়ে যাচ্ছে মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে বিআইডব্লিউটিসির ঘোষণা উপেক্ষা করে চতুর্থ দিনে ঘরমুখো মানুষ পদ্মা পার হচ্ছে। আজ সোমবার এই নৌরুটে গতকালের চেয়ে চাপ কিছুটা কম দেখা গেছে।

এদিকে সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী ফেরিতে করোনা সংক্রমণঝুঁকি নিয়ে পণ্যবাহী গাড়ি ও যাত্রীদের পদ্মা পার হতে দেখা গেছে। পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রীদের ফেরিঘাটে আসতে দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকলেও ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট ছোট যানে চড়ে, হেঁটে যাত্রীরা ঘাটে আসছে।

সরেজমিনে শিমুলিয়া ঘাটে দেখা যায়, সকাল থেকে মাওয়ার শিমুলিয়া ঘাটে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। দ্বিতীয় দফা লকডাউনের চতুর্থ দিনে সোমবার শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষ ফেরিতে পদ্মা পার হওয়ার জন্য ভিড় করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসির) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ আজকের পত্রিকাকে জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সকাল থেকে ১১টি ফেরি চলছে। সকালের দিকে ফেরিতে যাত্রীর চাপ ছিল। এখন যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কম।

এদিকে লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসেইন জানান, সরকারি নির্দেশনা মতে, মাওয়া ও শিমুলিয়া মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। শুধু অ্যাম্বুলেন্স, পণ্যবাহী গাড়ি ও জরুরি প্রয়োজনীয় গাড়ি যেতে দেওয়া হচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির