হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্ধার করা ল্যাপটপ ও মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহথির মোহাম্মদ খান তমাল ও মো. তোফায়েল আহমেদ।

পুলিশ জানায়, ২১ মার্চ সাকিব নামের এক ব্যক্তি সাবলেট ভাড়া দেওয়ার জন্য মাহথির মোহাম্মদ খান তমালকে তাঁর বাসায় আমন্ত্রণ জানান। বাসাটি পছন্দ হওয়ার পর মাহথির চাবি নিয়ে চলে যান এবং পরদিন প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলেন। কিন্তু তিনি তালা ভেঙে বাসা থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন ফোন চুরি করেন। সাকিব বিষয়টি বাড্ডা থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করে।

এরপর, ৩০ মার্চ পল্লবীর কালসী এলাকায় এক অভিযানে মাহথির ও তাঁর সহযোগী তোফায়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ২৮ হাজার টাকা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, চোর চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ