হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্ধার করা ল্যাপটপ ও মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহথির মোহাম্মদ খান তমাল ও মো. তোফায়েল আহমেদ।

পুলিশ জানায়, ২১ মার্চ সাকিব নামের এক ব্যক্তি সাবলেট ভাড়া দেওয়ার জন্য মাহথির মোহাম্মদ খান তমালকে তাঁর বাসায় আমন্ত্রণ জানান। বাসাটি পছন্দ হওয়ার পর মাহথির চাবি নিয়ে চলে যান এবং পরদিন প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলেন। কিন্তু তিনি তালা ভেঙে বাসা থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন ফোন চুরি করেন। সাকিব বিষয়টি বাড্ডা থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করে।

এরপর, ৩০ মার্চ পল্লবীর কালসী এলাকায় এক অভিযানে মাহথির ও তাঁর সহযোগী তোফায়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ২৮ হাজার টাকা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, চোর চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি