হোম > সারা দেশ > ঢাকা

ডিআইজি মিজানের খালাসের বিরুদ্ধে দুদকের আপিল গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ পাচার মামলায় পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে খালাস দেওয়া ওই মামলার নথিও তলব করা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন। 

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে গত ৭ এপ্রিল খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক। 

খুরশিদ আলম খান বলেন, মানি লন্ডারিংয়ের অভিযোগে খন্দকার এনামুল বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেছেন বিচারিক আদালত। কিন্তু মিজানুর রহমানকে মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। তাই এর বিরুদ্ধে দুদক আপিল করেছে। 

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম রায় দেন। রায়ে দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে অর্থ পাচারের অভিযোগে পাঁচ বছর এবং ঘুষ লেনদেনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানকে ঘুষ লেনদেনের অভিযোগে তিন বছর কারাদণ্ড দিলেও অর্থ পাচারের অভিযোগ থেকে তাঁকে খালাস দেন আদালত। 

 ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলা করে দুদক। ২০২০ সালের ১৯ জানুয়ারি ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান