হোম > সারা দেশ > ঢাকা

ডিআইজি মিজানের খালাসের বিরুদ্ধে দুদকের আপিল গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ পাচার মামলায় পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে খালাস দেওয়া ওই মামলার নথিও তলব করা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন। 

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে গত ৭ এপ্রিল খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক। 

খুরশিদ আলম খান বলেন, মানি লন্ডারিংয়ের অভিযোগে খন্দকার এনামুল বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেছেন বিচারিক আদালত। কিন্তু মিজানুর রহমানকে মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। তাই এর বিরুদ্ধে দুদক আপিল করেছে। 

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম রায় দেন। রায়ে দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে অর্থ পাচারের অভিযোগে পাঁচ বছর এবং ঘুষ লেনদেনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানকে ঘুষ লেনদেনের অভিযোগে তিন বছর কারাদণ্ড দিলেও অর্থ পাচারের অভিযোগ থেকে তাঁকে খালাস দেন আদালত। 

 ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলা করে দুদক। ২০২০ সালের ১৯ জানুয়ারি ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার