মানিকগঞ্জ ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পাচুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম সাইদুর রহমান (৩২)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আবুল খায়েরের ছেলে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী উজ্জল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রেশমা বেগমকে (২৮) গুরুতর অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘিওর থানা-পুলিশ জানায়, বিকেলে সাইদুর তাঁর খালাতো বোন রেশমা ও তাঁর স্বামী উজ্জলকে নিয়ে সাভারের একটি গার্মেন্টসে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পাচুরিয়া এলাকায় তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।