হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে কমিউনিটি সেন্টারের বাইরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে অজ্ঞাত বৃদ্ধা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে তিন দিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধা মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, প্রায় ৭০ বছর বয়সী ওই নারী কোথা থেকে এসেছেন বা তাঁর নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। তিনি এতটাই দুর্বল ছিলেন যে কথা বলতে বা নড়াচড়া করতেও পারছিলেন না। স্থানীয়ভাবে খাবার দেওয়া হলেও তিনি খেতে অক্ষম ছিলেন এবং নিজ শরীরেই মল-মূত্র ত্যাগ করছিলেন।

কমিউনিটি সেন্টারের এক কর্মী বলেন, ‘তিন দিন ধরে আমরা তাঁকে সাহায্য করেছি, গোসল করিয়েছি, খাবার দিয়েছি। আজ ভোরে তাঁর নিথর দেহ দেখতে পাই।’

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে বৃদ্ধাটি মারা গেলে আমরা বিষয়টি শেখরনগর তদন্তকেন্দ্রকে জানাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সহযোগিতায় দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করে।’

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘ইউএনও মহোদয় “বেওয়ারিশ” হিসেবে বৃদ্ধার দাফনের নির্দেশ দিয়েছেন। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেছি।’

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে থানাকে দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।’

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি