হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে কমিউনিটি সেন্টারের বাইরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে অজ্ঞাত বৃদ্ধা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে তিন দিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধা মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, প্রায় ৭০ বছর বয়সী ওই নারী কোথা থেকে এসেছেন বা তাঁর নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। তিনি এতটাই দুর্বল ছিলেন যে কথা বলতে বা নড়াচড়া করতেও পারছিলেন না। স্থানীয়ভাবে খাবার দেওয়া হলেও তিনি খেতে অক্ষম ছিলেন এবং নিজ শরীরেই মল-মূত্র ত্যাগ করছিলেন।

কমিউনিটি সেন্টারের এক কর্মী বলেন, ‘তিন দিন ধরে আমরা তাঁকে সাহায্য করেছি, গোসল করিয়েছি, খাবার দিয়েছি। আজ ভোরে তাঁর নিথর দেহ দেখতে পাই।’

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে বৃদ্ধাটি মারা গেলে আমরা বিষয়টি শেখরনগর তদন্তকেন্দ্রকে জানাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সহযোগিতায় দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করে।’

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘ইউএনও মহোদয় “বেওয়ারিশ” হিসেবে বৃদ্ধার দাফনের নির্দেশ দিয়েছেন। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেছি।’

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে থানাকে দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার