হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে কমিউনিটি সেন্টারের বাইরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে অজ্ঞাত বৃদ্ধা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে তিন দিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধা মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, প্রায় ৭০ বছর বয়সী ওই নারী কোথা থেকে এসেছেন বা তাঁর নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। তিনি এতটাই দুর্বল ছিলেন যে কথা বলতে বা নড়াচড়া করতেও পারছিলেন না। স্থানীয়ভাবে খাবার দেওয়া হলেও তিনি খেতে অক্ষম ছিলেন এবং নিজ শরীরেই মল-মূত্র ত্যাগ করছিলেন।

কমিউনিটি সেন্টারের এক কর্মী বলেন, ‘তিন দিন ধরে আমরা তাঁকে সাহায্য করেছি, গোসল করিয়েছি, খাবার দিয়েছি। আজ ভোরে তাঁর নিথর দেহ দেখতে পাই।’

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে বৃদ্ধাটি মারা গেলে আমরা বিষয়টি শেখরনগর তদন্তকেন্দ্রকে জানাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সহযোগিতায় দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করে।’

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘ইউএনও মহোদয় “বেওয়ারিশ” হিসেবে বৃদ্ধার দাফনের নির্দেশ দিয়েছেন। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেছি।’

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে থানাকে দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক