হোম > সারা দেশ > ঢাকা

‘৩৩৩ নম্বরে কল দিতে দিতে আত বেতা বানায়া হালাইছি’

প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ত্রাণ সহায়তা পেতে ৩৩৩ নম্বরে বহুবার চেষ্টা করেছিলেন এক দিনমজুর। কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাননি তিনি। এই লকডাউনের মধ্যে আয়–উপার্জন বন্ধ। সরকারি সহায়তা না পেলে তাদের না খেয়ে থাকতে হবে! এই ভোগান্তির কথা জানিয়েছেন দরিদ্র মোশারফের মতো অনেকেই।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সারা দেশে চলছে কঠোরতম বিধিনিষেধ। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা পেতে সরকার চালু করেছে ৩৩৩ নম্বর।

কিন্তু এই নম্বরে অনেক চেষ্টা করেও সংযোগ পাননি মোশারফ বাঘা। ডামুড্যা বাজারের ফুটপাতের দোকানি মোশাররফ বাঘা অভিযোগ করে বলেন, ঈদের আগে ৩৩৩ নম্বরে বহুবার ফোন দিয়েও পাইনি কোনো খাদ্য সহায়তা। এরপর সরাসরি ইউএনওর সঙ্গে দেখা করে খাদ্য সহায়তা সংগ্রহ করে আনি।

উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক দুস্থ ত্রাণ প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩৩৩ নম্বরে ফোন দিলে কোনোভাবেই সংযোগ পাচ্ছেন না তাঁরা। শুধু বিজি দেখায়। দিনমজুর উজ্জ্বল বলেন, ‘ছার, আমি ৩৩৩ নম্বরে কল দিতে দিতে আত বেতা বানায়া হালাইছি। হের পরেও কতা কইতে পারিনি।’

এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজ বলেন, ৩৩৩ নম্বরে কল সংযোগ পাওয়া একটু কষ্টসাধ্য। যে কারণে আমার উপজেলায় জরুরি খাদ্য সহায়তা দিতে নতুন একটা কল সেন্টার চালু করি। ওই কল সেন্টারে আমার মোবাইল নম্বর এবং আমার অফিসের একজন কর্মকর্তার নম্বর দেওয়া হয়েছে। এর পাশাপাশি উপজেলা সব এলাকায় মাইকিং করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে বাজারগুলোতে লিফলেট বিতরণ করা হয়েছে। তা ছাড়া আমি যখন যে এলাকায় যাই সঙ্গে করে প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেট নিয়ে যাই। আমার উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। সুতরাং আমার উপজেলায় একজন মানুষও না খেয়ে থাকবে না।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু