হোম > সারা দেশ > ঢাকা

ভাড়া নিয়ে বিতণ্ডা, যাত্রীর লাথিতে অটো চালকের মৃত্যু

প্রতিনিধি, আশুলিয়া (ঢাকা)

আশুলিয়ায় ব্যাটারি চালিত অটো রিকশার ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় যাত্রীর আঘাতে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আব্দুল আলিম (৪০)। অভিযুক্ত যাত্রী ফজলুলকে (৩৫) আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ সোমবার সকালে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল আলিম গাজীপুরের কাশেমপুর থানার ৫ নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার জয়নালের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। আটক ফজলুল হকের বাড়ি শেরপুর জেলা। তিনি ঢাকায় কাশিমপুর থানার শুড়াবাড়ি রাইসমিল এলাকায় থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নরশিংহপুর-কাশিমপুর সড়কের সুরাবাড়ি রাইমিল এলাকা থেকে আব্দুল আলিমের অটোরিকশায় একাই ওঠেন ফজুলল হক। পরে ইউসুফ মার্কেট এলাকায় অটোরিকশা থেকে নেমে পাঁচ টাকা ভাড়া দিতে চাইলে আব্দুল আলিম নিতে অস্বীকার করে। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ফজলুল হক লাথি মারেন। ফজলুল হকের লাথিতে আব্দুল আলিম মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফজলুলকে ধরে পুলিশকে জানায়। পুলিশ এসে ফজলুলকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব শিকদার বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয়দের কাছে জানতে পেরেছি ভাড়ার টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডায় হত্যার এ ঘটনা ঘটে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯