হোম > সারা দেশ > ঢাকা

ভাড়া নিয়ে বিতণ্ডা, যাত্রীর লাথিতে অটো চালকের মৃত্যু

প্রতিনিধি, আশুলিয়া (ঢাকা)

আশুলিয়ায় ব্যাটারি চালিত অটো রিকশার ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় যাত্রীর আঘাতে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আব্দুল আলিম (৪০)। অভিযুক্ত যাত্রী ফজলুলকে (৩৫) আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ সোমবার সকালে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল আলিম গাজীপুরের কাশেমপুর থানার ৫ নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার জয়নালের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। আটক ফজলুল হকের বাড়ি শেরপুর জেলা। তিনি ঢাকায় কাশিমপুর থানার শুড়াবাড়ি রাইসমিল এলাকায় থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নরশিংহপুর-কাশিমপুর সড়কের সুরাবাড়ি রাইমিল এলাকা থেকে আব্দুল আলিমের অটোরিকশায় একাই ওঠেন ফজুলল হক। পরে ইউসুফ মার্কেট এলাকায় অটোরিকশা থেকে নেমে পাঁচ টাকা ভাড়া দিতে চাইলে আব্দুল আলিম নিতে অস্বীকার করে। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ফজলুল হক লাথি মারেন। ফজলুল হকের লাথিতে আব্দুল আলিম মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফজলুলকে ধরে পুলিশকে জানায়। পুলিশ এসে ফজলুলকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব শিকদার বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয়দের কাছে জানতে পেরেছি ভাড়ার টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডায় হত্যার এ ঘটনা ঘটে।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর