হোম > সারা দেশ > ঢাকা

সমস্যা বাম চোখে, অপারেশন করা হয়েছে ডান চোখে, অভিযোগ ভুক্তভোগীর

আল-আমিন রাজু, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে চোখে ভুল অপারেশনের অভিযোগ উঠেছে আল নূর চক্ষু হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের এক চিকিৎসক রোগীর বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করেন। এতে বর্তমানে ভুক্তভোগীর দুই চোখই বন্ধ বলে অভিযোগ রোগীর স্বজনদের। এ ঘটনায় রোগীর ছেলে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক।

ভুল চিকিৎসার বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী হেলেনা বেগম বলেন, ‘বাম চোখের নেত্রর অপারেশনের জন্য আল নূর হাসপাতালে আমার স্বামীকে ভর্তি করানো হয়। পরে গত ৩ তারিখ রোববার বাম চোখের অপারেশন হয়। অপারেশন শেষে পরদিন সোমবার তার চোখের ব্যান্ডেজ খুলতে গিয়ে দেখি ডান চোখে কাটা। পরে জানতে পারি বাম চোখের বদলে ডাক্তার প্রথমে ডান চোখ কাটে। কিন্তু পরবর্তীতে আবার বাম চোখে অপারেশন করে। বিষয়টা হাসপাতালের ডাক্তারদের জানালে ভুল অপারেশনের বিষয়টি প্রথমে অস্বীকার করে। পরে তারা বলে, ডান চোখে ময়লা ছিল সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে।’
 
হেলেনা আরও বলেন, ‘এই দেশে টাকা ছাড়া ডাক্তাররা রোগীর সঙ্গে কথা পর্যন্ত বলে না। সেখানে এক চোখের অপারেশনের জন্য টাকা নিয়েছে। দুই চোখ অপারেশন করে দেবে, এটা কি বিশ্বাসযোগ্য। বর্তমানে আমার স্বামীকে হাসপাতাল থেকে বাসায় এনেছি। দুই চোখের একটিও খুলতে পারছে না। ডান চোখও ফুলে আছে।’

আল নূর হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসিন্দা মো. ওবায়দুলের অপারেশনের ডিসিআর ও অভিযোগ সূত্রে জানা গেছে, তার বাম চোখের অপারেশনের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শুধু মাত্র বাম চোখের অপারেশনের বিষয়টি ডিসিআর এ উল্লেখ করা হয়েছে। আর এই অপারেশনটি করেছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ও হাসপাতালটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ। চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত নথি আজকের পত্রিকার হাতে রয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে একাধিকার চিকিৎসক আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

ভুক্তভোগীর অভিযোগ তদন্ত হচ্ছে উল্লেখ করে ওসি মাহফুজ বলেন, ‘লিখিত একটি অভিযোগ পেয়েছি। থানার এক কর্মকর্তাকে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস