হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির মাদক মামলার শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে আগামী সপ্তাহে। আজ সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য এলে তাঁর আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত নট টুডে বলে আদেশ দেন। 

সে জন্য আগামী রোববার বা সোমবার এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানান তাঁর আইনজীবী সৈয়দা নাসরিন। 

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় একই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আর গত বছরের ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

পরে গত বছরের ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। এতে পরীমণির মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে ১ মার্চ রুল জারি করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি গত বছরের ৮ মার্চ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। অন্যদিকে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে পরীমণি ২৮ মার্চ আপিল বিভাগে আবেদন করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির