হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের ঘটনায়, গ্রেপ্তার ৩

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি

রাজধানীর ডেমরায় অজ্ঞাত আনুমানিক ১৭ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ডেমরা থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বেলা ১১ টার দিকে রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠায় ডেমরা থানা–পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার তিনজনকে শনাক্ত করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বসবাসরত গাজীপুরের জয়দেবপুর থানার বড় ভবানীপুর এলাকার চাঁন মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৩), একই এলাকায় বসবাসরত মাদারীপুর সদর থানার কুলপুদ্দি এলাকার সমেদ খাঁর ছেলে মীর হোসেন ওরফে মীরা (৫৩) ও যাত্রাবাড়ী থানার কদমতলী এলাকায় বসবাসরত ভোলা সদর থানার দক্ষিণ দীঘলদী এলাকার মো. আবু তাহেরের ছেলে আজগর হোসেন (২৭)।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে ওই ৩ জন বলছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় অসাবধানতা বশত মেয়েটি নিচে পড়ে মারা যায়। তবে ময়নাতদন্ত রিপোর্টে সব জানা যাবে। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে গ্রেপ্তার ওই ৩ জন মেয়েটিকে সাইনবোর্ড এলাকা থেকে অসৎ উদ্দেশ্যে ওই ভবনে নিয়ে আসেন।

তিনি আরও জানান, মামলার সুষ্ঠু তদন্ত, ভিকটিমের পরিচয় শনাক্ত ও অন্য কেউ জড়িত রয়েছে কিনা এসব তথ্য জানার জন্য গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শান্তিবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট