হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে সরকারি ওষুধসহ আটক ১

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বহির্বিভাগে থেকে চার কার্টন সরকারি ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। তাঁর নাম ফরহাদ হোসেন (৪৪)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এ বিষয়ে আনসার সদস্য ওমর ফারুক বলেন, ‘বহির্বিভাগে ডিউটির সময় দুপুরে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে নিয়ে বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাঁকে ডাক দিলে তিনি দ্রুত হাসপাতালের বাইরের দিকে যেতে থাকেন। আমিও দ্রুত গিয়ে তাঁকে ধরে ফেলি এবং ব্যাগের মধ্যে ইনজেকশনের কার্টন দেখতে পাই। পরে তাঁকে হাসপাতালের পরিচালকের কক্ষে নেওয়া হয়।’

অভিযুক্ত ফরহাদ হোসেন জানান, তিনি হাসপাতালের কেউ না। তিনি তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে হাসপাতালের ২২০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবয় সুমনের কাছে এসেছিলেন জ্বরের ওষুধ নিতে। পরে ওয়ার্ডবয় সুমন চার কার্টন ওষুধ তাঁর ব্যাগের ভেতরে দিয়ে বাইরে নিতে বলেন। তবে বাইরে বের হওয়ার আগেই আনসার সদস্যরা ধরে ফেলে।

ফরহাদ হোসেন আরও জানান, তাঁর বাসা রাজধানীর লালবাগের শ্মশানঘাট এলাকায়। তিনি বলেন, ‘এর আগে অনেকবার হাসপাতালে এসেছি, তবে এ রকম ঘটনার সম্মুখীন হইনি।’

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওয়ার্ডবয় সুমন বলেন, ‘আমি ২২০ নম্বর সার্জারি ওয়ার্ডে ডিউটি করি। ফরহাদ আমার পূর্বপরিচিত। তবে এই প্রথম তাঁর কাছে আমি দুই কার্টন ডিস্টিলড ওয়াটার দিয়েছি। আর দুই কার্টন কোথায় পেয়েছে আমার জানা নেই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম উদ্দিন বলেন, ‘দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে চার কার্টন ডিস্টিলড ওয়াটারসহ ফরহাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফরহাদ জানিয়েছে, ২২০ নম্বর ওয়ার্ডে পূর্বপরিচিত সুমন তাঁকে এগুলো দিয়েছে। তবে ২২০ নম্বর ওয়ার্ডে গিয়ে সুমনকে পাওয়া যায়নি। পরিচালক মহোদয় এর ব্যবস্থা নেবেন।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক