হোম > সারা দেশ > ঢাকা

ছয় মাসে ১৫ বিচারবহির্ভূত হত্যা, হচ্ছে না তদন্ত: আসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ছয় মাসে কমপক্ষে ১৫টি বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এসেছে। এগুলোর বেশির ভাগেরই স্বাধীন তদন্ত হয়নি। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে আজ বুধবার এক সংবাদ বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বিচারবহির্ভূত হত্যা, গুম, বেআইনি আটক, হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অমানবিক ও অবমাননাকর আচরণ বন্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৯৯৮ সালে বাংলাদেশ জাতিসংঘের ‘নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ বা দণ্ডের বিরুদ্ধে কনভেনশন (সিএটি)’ অনুস্বাক্ষর করলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো চরম ঘাটতি রয়ে গেছে। বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার অনুপস্থিতি উদ্বেগজনক।

আসক মনে করে, ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর সঠিক ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নির্যাতনের প্রতিটি অভিযোগের ক্ষেত্রে স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার দাবি জানানো হয় বিবৃতিতে।

তদন্ত শেষে সংশ্লিষ্ট দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও আইনি সহায়তা প্রদানের আহ্বান জানায় সংস্থাটি।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন পর্যবেক্ষণ ও মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিশ্বজুড়ে ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস পালন করা হয়। আসক এই দিবস উপলক্ষে সব নির্যাতনের শিকার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বলেছে, মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হলে মানবাধিকারের প্রতি অঙ্গীকার থাকতে হবে দৃঢ় ও আপসহীন। বাংলাদেশের যেসব আন্তর্জাতিক চুক্তিতে সই রয়েছে, তার বাস্তবায়নে রাষ্ট্রকে রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ রাখতে হবে, যাতে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা সংরক্ষিত থাকে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট