হোম > সারা দেশ > ঢাকা

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা করেছেন তাঁর স্ত্রী ইসরাত জাহান। আজ বুধবার ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে এই মামলা দায়ের করেন।

বিচারক বেগম কানিজ তানিয়া রূপা মামলাটি গ্রহণ করে আলামিনকে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। এ নিয়ে আল-আমিনের বিরুদ্ধে তিনটি মামলা করলেন স্ত্রী ইসরাত জাহান।

মামলার অভিযোগে বলা হয়, আল-আমিন পরকীয়ায় আসক্তির কারণে তার দুই সন্তান ও স্ত্রীকে লেখাপড়া ও ভরণপোষণ প্রদান করেন না। একজন নারীর সঙ্গে তোলা ছবি ইসরাত জাহানকে পাঠিয়ে তার সঙ্গে সংসার করবে না বলে জানান। তারপর থেকে দুই বছর ধরে কোনো প্রকার খোঁজ নেন না। আল আমিন তাঁর বাবা-মার কুপরামর্শে তাঁকে একতরফা তালাক দেন যা আদতে কার্যকর নয়। তালাকের সংবাদ পেয়ে তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। আল-আমিন ছাড়া তাদের সংসার জীবন অন্তঃসারশূন্য। এমতাবস্থায় তিনি দাম্পত্য জীবন পুনরুদ্ধার চেয়েছেন মামলায়।

উল্লেখ্য, এর আগে আল আমিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতার অভিযোগে দুটি মামলা দায়ের করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট