হোম > সারা দেশ > ঢাকা

একই দিনে ২ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু, শোকাহত নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ

নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএর শেষ পর্বের শিক্ষার্থী আহসান তানভীর পিয়াল সড়ক দুর্ঘটনায় আজ ভোরে মৃত্যুবরণ করেছেন। পিয়াল শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) এর সংগীত সমন্বয়ক এবং বাংলাদেশি ব্যান্ড’ অড সিগনেচার’ এর গিটারিস্ট এবং ভোকাল। 

এ ছাড়া, এনএসইউর ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক দীনা ফোরকানের ইন্তেকাল করেছেন। তিনি ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিক্ষক ও লেখক হিসেবে তার বর্ণাঢ্য কর্মজীবন ছিল। গতকাল শনিবার রাত ৮টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম দুই জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃত ছাত্র ও শিক্ষিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা আমাদের সড়ক ব্যবস্থায় ক্যানসারের মতো। আমার চাইনা আর একটি প্রাণও অসময়ে ঝরে যাক। 

এ ছাড়া অধ্যাপক ইসলাম বলেন, অধ্যাপক দীনা ফোরকানের মৃত্যু বাংলাদেশের শিক্ষকসমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি যোগ করে, নর্থ সাউথ পরিবার অধ্যাপক দীনা ফোরকানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান নর্থ সাউথ পরিবারের দুই সদস্যর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে জান্নাত দান করুন।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে