হোম > সারা দেশ > ঢাকা

গোলাপবাগে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোলাপবাগ মাঠে শুরু হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এর আগে সকাল ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, আহমেদ আজম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ অন্যরা সমাবেশ মঞ্চে এসে পৌঁছান। 

গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া দেশের সাংগঠনিক বিভাগসমূহে কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকায় শেষ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৯টি বিভাগে সমাবেশ করে দলটি। আগের সমাবেশগুলোতে আগেভাগে অনুমতি মিললেও নানা কারণে ঢাকার সমাবেশের স্থান নির্ধারণ হয়েছে একেবারে শেষ মুহূর্তে। 

গতকাল শুক্রবার বিকেলে বিএনপির পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিলে সন্ধ্যায় সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থোকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেন সমাবেশস্থলে। সন্ধ্যা শেষে রাত নামার পরেও সমাবেশে আসা নেতা-কর্মীদের ঢল থামেনি। সমাবেশের আগেই জনসমুদ্রে পরিণত হয় গোলাপবাগ মাঠ। নির্ধারিত স্থান ছাড়িয়ে আশপাশের এলাকায়ও বিস্তৃত হয়েছে সমাবেশের পরিধি। 

বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি ঘিরে নানা কারণে শুরু থেকেই জোর আলোচনায় ছিল ঢাকার সমাবেশ। সবচেয়ে বেশি আলোচনায় ছিল সমাবেশের স্থান নিয়ে জটিলতা। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও তাতে বাদ সাধে প্রশাসন। এ কারণে দীর্ঘদিন ধরে এ নিয়ে পুলিশ ও বিএনপির মধ্যে দর কষাকষি চলে।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে মকবুল হোসেন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন, আহত হন আরও অনেকে। বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে সেখান থেকে হাতবোমা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এরপর থেকে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে