হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ফেরি দুর্ঘটনা: রজনীগন্ধার দ্বিতীয় মাস্টারের খোঁজ মিলছে না, তদন্তে দুই কমিটি

মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ) 

পাটুরিয়া ফেরিঘাটের অদূরে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবিতে ফেরিটির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির এখনো নিখোঁজ। তিনি মোবাইল ফোন আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। 

হুমায়ুন কবীর বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির দক্ষিণ (পাটুরিয়া–দৌলতদিয়া) শাখার সভাপতি ছিলেন। 

স্থানীয় রিয়াজ উদ্দীন মেম্বার বলেন, ‘আমার ছেলে ঘাটে দোকান করে। সকালে মেলা ঠান্ডা, শুনি ফেরি ডুবছে। কয়েকজনকে নিয়ে আসলো, সেখানের একজন ফেরির স্টাফ হুমায়ুনকে মোবাইল ফোন নিতে নিচে নামতে যেতে দেখেছেন। তিনি নিচে গেছেন, আর ফেরিটি ডুবে গেছে।’ 

প্রত্যক্ষদর্শী এক ফেরির কর্মচারী ও ফেরি সেক্টরের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত ফেরিতে থাকা সবাই আত্মরক্ষার চেষ্টা করেছেন। ফেরিটি যখন ডুবছিল তখন হয়তো কোনো কিছুর ধাক্কায় নিচে পড়ে ফেরির মধ্যে আটকে আছেন হুমায়ুন কবির। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর এলাকায়। 

এ দুর্ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। 

জেলা প্রশাসক রেহেনা আকতার জানিয়েছেন, এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। 

 

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘এই দুর্ঘটনার অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন