হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে আদালতে সাবেক সিইসি নূরুল হুদা, ফের ১০ দিনের রিমান্ডের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা। ফাইল ছবি

প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন।

সিইসি নূরুল হুদাকে চার দিনের রিমান্ড শেষে দুপুরের দিকে আদালতে হাজির করা হয়। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, নূরুল হুদাকে আদালতে নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা আবারও ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন।

২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনগণ তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করে জুতার মালা পরানো হয়েছে। এ সময় তাঁকে মারধর করতেও দেখা যায়।

২৩ জন তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ওই দিন আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান মামলাটি করেছেন।

মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়। পুনরায় রিমান্ড আবেদনে বলা হয়েছে, নূরুল হুদাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্যই উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। এ জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও খবর পড়ুন:

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি