হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

অসুস্থদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের রাতেই টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিক সূত্র জানা যায়, আজ বৃহস্পতিবার প্রায় ১ হাজার শ্রমিককে অতিরিক্ত শ্রমঘণ্টার (ওভারটাইম) জন্য রাখা হয়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টিফিন সরবরাহ করে। কিছুক্ষণ পর টিফিন খেয়ে অসুস্থ হতে থাকেন শ্রমিকেরা। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, বৃহস্পতিবার কারখানাটিতে হাজারের মতো শ্রমিক কাজ করছিলেন। আজ ওভারটাইম করানোর কথা ছিল। পরে রাতে টিফিন খেয়ে প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, শ্রমিকেরা অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু হয়নি।

গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ