হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে বাজারের ইজারা নিয়ে বিরোধ: দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

শ্রীপুরে দুটি মোটরসাইকেলে আগুন। আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি বাজারে এই ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ জানানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, মানিক (৫৫), নূরুল আমিন (৪৩), আলফাতুন (৩৮), আফতাবউদ্দিন (৪৮), সাব্বির হোসেন (২৫), সোহান (২২), শুভ (২৮) ও আজমল হোসেন সাব্বির (২৬)।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের কারণে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আহত আফতাবউদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ শাকিলের সঙ্গে সিঅ্যান্ডবি বাজার নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্তরা বাজারের ব্যবসায়ীদের নির্যাতন করে থাকে। প্রতিবাদ করায় শাকিল তার ভাড়াটে বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের চারজনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

শাকিল অভিযোগ করে বলেন, ‘আমি সিঅ্যান্ডবি বাজারের বৈধ ইজারাদার। তারা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এ বিষয়ে পৌরসভা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তারা আমার ছোট ভাই সনিকে আটকে রাখে। তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে গুরুতর আহত করে। ছয়টি দোকান ভাঙচুর করে কয়েক লাখ টাকার ক্ষতি করে। মহাসড়কে ফেলে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। রাতে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯