ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সম্মেলনকক্ষে ‘স্পারসোর সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
কর্মশালা শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালা শেষে ফটোসেশনে অংশগ্রহণ করেন।