হোম > সারা দেশ > ঢাকা

‘আরেকটি গ্রিন কোজি থামিয়ে দিয়ে সক্ষম হলাম আমরা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যাপিটাল সিরাজ সেন্টার ভবন থেকে কয়েকজনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

‎গত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।

আগুনের ভয়াবহতা কম থাকা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভবনের বাসিন্দারা। ১৭ তলা ভবনটির ছয় তলা পর্যন্ত বাণিজ্যিক বিভিন্ন ধরনের দোকান আর সপ্তম তলা থেকে আবাসিক হিসেবে ব্যবহত হয়।‎

‎ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

‎আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘আরেকটি গ্রিন কোজি থামিয়ে দিয়ে সক্ষম হলাম আমরা। আগুন লাগা ভবন থেকে আটকে পড়া শতাধিক লোকের মধ্য থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা সেখানে নিরাপদে আছেন।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে এই আগুন লেগেছে তা অনুসন্ধান করার পর বলা যাবে।’

ভবনটিতে ‎আগুন নেভানোর কোনো ব্যবস্থা, রাজউকের অনুমোদন ছিল কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো তদন্তের বিষয়।’

‎ভবনটির নিচ তলার জুয়েলারি শোরুমে কাজ করেন কাওছার হামিদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বেসমেন্টে হঠাৎই শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি আগুন আর ধোঁয়া বের হচ্ছে। নিচে যারা ছিল তারা সবাই বের হয়ে যাই। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু ধোঁয়া অনেকে বেশি থাকায় কাছে যাওয়া যাচ্ছিল না।’

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩