হোম > সারা দেশ > ঢাকা

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব: এবি পার্টির চেয়ারম্যান

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির ফুলেল শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় এবি পার্টির নতুন ও প্রথম কমিটি। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, সংস্কারগুলো করে একটা গণ-ঐক্য বা ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় আমার বাংলাদেশ পার্টির নবনির্বাচিত প্রথম কমিটি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারের পক্ষ থেকে দুটি সময়সূচির কথা বলা হয়েছে; একটি এ বছরের ডিসেম্বরে, আরেকটি সামনের বছরের জুনে। আমরা বলছি, এই দুটি সময় নির্ধারণ করবে সংস্কারের কী রূপরেখা হচ্ছে, সংস্কারের গতি-প্রকৃতির ওপর নির্ভর করে এই নির্ধারণটা হবে। আমরা মনে করি, সরকার যদি আন্তরিক হয়, এটা (নির্বাচন) ডিসেম্বরের মধ্যে সম্ভব। সংস্কারগুলো করে একটা গণ-ঐক্য বা ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। সম্ভব না হলে আলাপ-আলোচনার ভিত্তিতে এটা দুই-এক মাস পেছালেও আমাদের কোনো আপত্তি নেই।’

এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘একাত্তরের লড়াইটা ছিল বাংলাদেশের গণমানুষের মুক্তির লড়াই। যেটাকে আমরা রিপাবলিক বলছি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মাধ্যমে এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য। কিন্তু ৫৩ বছর পর এসে আবারও শত শত তরুণকে রক্ত দিতে হয়েছে একই লড়াইকে নবায়ন করার জন্য।’

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘তাই আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলছি, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল তাদের সবাইকে বলছি, একাত্তর ও চব্বিশের মিলিত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদের তরুণেরা দেয়ালে দেয়ালে লিখে গেছে। বাংলাদেশে তারা সংস্কার চায়, পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে এমন বন্দোবস্ত চায়, সেটাই আমরা আজকে পুনর্ব্যক্ত করেছি। এবি পার্টির পক্ষ থেকে আমাদের যে লড়াই সেটা বাংলাদেশটাকে ঢেলে সাজানোর। লড়াইটা চলছে, চলবে। আমাদের জায়গা থেকে আমরা সাধ্যমতো এটা করব ইনশা আল্লাহ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সম্পাদক এ বি এম খালিদ হাসান, সহকারী সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য লে. কর্নেল হেলাল উদ্দিন, লে. কর্নেল দিদারুল আলম, আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট