হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণে জড়িতদের শাস্তি ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

দেশে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এই দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানি, রংপুরের মিঠাপুকুরে চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়েছে।

মহিলা পরিষদ জানায়, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা ঘটছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সংগঠনটি মনে করে, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এটি তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও অগ্রগতিকে ব্যাহত করছে। এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মহিলা পরিষদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে