হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণে জড়িতদের শাস্তি ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

দেশে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এই দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানি, রংপুরের মিঠাপুকুরে চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়েছে।

মহিলা পরিষদ জানায়, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা ঘটছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সংগঠনটি মনে করে, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এটি তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও অগ্রগতিকে ব্যাহত করছে। এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মহিলা পরিষদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ