হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর স্টেশন: ফেরার চেয়ে মানুষ ঢাকা ছাড়ছে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস। তবে অনেকেই ছুটি বর্ধিত করেছেন। যার কারণে ঢাকায় ফেরার ভিড় দেখা যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশনে। 

আজ সোমবার কমলাপুরে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী থেকে আসে বনলতা এক্সপ্রেস। তবে ট্রেনে যাত্রীসংখ্যা কম। অন্যদিকে এখনো স্টেশনে ঢাকার বাইরে যাওয়ার যাত্রীর চাপ রয়েছে। এই ট্রেনটি আবার ১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। 

 ১৫ এপ্রিল থেকে অনলাইনে শতভাগ অগ্রিম ফিরতি টিকিট দেওয়া শুরু করে রেল, যা শেষ হয় ২০ এপ্রিল। ১০ দিন আগের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে অনলাইনে। সেই অনুযায়ী ২৫ এপ্রিল থেকে শুরু হবে অগ্রিম টিকিটের ফিরতি যাত্রী ঢাকায় ঢোকা। 

ঢাকায় আসার যাত্রীসংখ্যা কম থাকলেও ঢাকা থেকে এখনো বিভিন্ন জেলার উদ্দেশে যাওয়া যাত্রীর সংখ্যা বেশি। বিশেষ করে কমিউটার ট্রেনগুলোর জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে স্টেশনে। ১২টা ২০ মিনিটে রাজশাহী কমিউটার ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন (১২টা ৪৫ মিনিট) লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। 

এ ছাড়া বেলা ১টায় ছাড়বে চট্টলা এক্সপ্রেস, ২টা ৪৫ মিনিটে রাজশাহী যাবে সিল্ক সিটি, ৩টায় সিলেটের উদ্দেশে যাবে কালনী এক্সপ্রেস ও ৩টা ২০ মিনিটে নোয়াখালী যাবে উপকূল এক্সপ্রেস। 

রেলওয়ে সূত্র বলছে, ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মানুষের ভিড় থাকবে বেশি। যাওয়ার সময় এক স্টেশন থেকে সবাই যাত্রা করে তাই ভিড় বেশি দেখালেও আসার সময় এমন দৃশ্য থাকে না। 

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, ‘এবার ঈদে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে। আসার সময় আরও স্বাচ্ছন্দ্যে মানুষ আসতে পারছে। কোনো দুর্ভোগ ও ভোগান্তি নেই। কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। আজকে সকাল থেকেও সব ট্রেন সঠিক সময়ে আসছে আবার ছেড়ে গেছে।’ 

আফছার উদ্দিন আরও বলেন, আজ থেকে অফিস খোলা, তাই ঈদ করতে বাড়ি যাওয়া মানুষ ফিরতে শুরু করেছে। তবে এখনো ফেরার সেই চাপ নেই। আরও দুই-তিন দিন পর বাড়তে পারে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু