হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর স্টেশন: ফেরার চেয়ে মানুষ ঢাকা ছাড়ছে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস। তবে অনেকেই ছুটি বর্ধিত করেছেন। যার কারণে ঢাকায় ফেরার ভিড় দেখা যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশনে। 

আজ সোমবার কমলাপুরে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী থেকে আসে বনলতা এক্সপ্রেস। তবে ট্রেনে যাত্রীসংখ্যা কম। অন্যদিকে এখনো স্টেশনে ঢাকার বাইরে যাওয়ার যাত্রীর চাপ রয়েছে। এই ট্রেনটি আবার ১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। 

 ১৫ এপ্রিল থেকে অনলাইনে শতভাগ অগ্রিম ফিরতি টিকিট দেওয়া শুরু করে রেল, যা শেষ হয় ২০ এপ্রিল। ১০ দিন আগের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে অনলাইনে। সেই অনুযায়ী ২৫ এপ্রিল থেকে শুরু হবে অগ্রিম টিকিটের ফিরতি যাত্রী ঢাকায় ঢোকা। 

ঢাকায় আসার যাত্রীসংখ্যা কম থাকলেও ঢাকা থেকে এখনো বিভিন্ন জেলার উদ্দেশে যাওয়া যাত্রীর সংখ্যা বেশি। বিশেষ করে কমিউটার ট্রেনগুলোর জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে স্টেশনে। ১২টা ২০ মিনিটে রাজশাহী কমিউটার ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন (১২টা ৪৫ মিনিট) লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। 

এ ছাড়া বেলা ১টায় ছাড়বে চট্টলা এক্সপ্রেস, ২টা ৪৫ মিনিটে রাজশাহী যাবে সিল্ক সিটি, ৩টায় সিলেটের উদ্দেশে যাবে কালনী এক্সপ্রেস ও ৩টা ২০ মিনিটে নোয়াখালী যাবে উপকূল এক্সপ্রেস। 

রেলওয়ে সূত্র বলছে, ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মানুষের ভিড় থাকবে বেশি। যাওয়ার সময় এক স্টেশন থেকে সবাই যাত্রা করে তাই ভিড় বেশি দেখালেও আসার সময় এমন দৃশ্য থাকে না। 

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, ‘এবার ঈদে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে। আসার সময় আরও স্বাচ্ছন্দ্যে মানুষ আসতে পারছে। কোনো দুর্ভোগ ও ভোগান্তি নেই। কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। আজকে সকাল থেকেও সব ট্রেন সঠিক সময়ে আসছে আবার ছেড়ে গেছে।’ 

আফছার উদ্দিন আরও বলেন, আজ থেকে অফিস খোলা, তাই ঈদ করতে বাড়ি যাওয়া মানুষ ফিরতে শুরু করেছে। তবে এখনো ফেরার সেই চাপ নেই। আরও দুই-তিন দিন পর বাড়তে পারে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ