হোম > সারা দেশ > ঢাকা

দোহারে পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

ঢাকা (দোহার) প্রতিনিধি

দোহারে শিবিরের হেল্প ডেস্কে শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন, পরীক্ষার রুটিন ও ইসলামি বই বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার সকাল থেকে চালু হওয়া এই হেল্প ডেস্কে শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন, পরীক্ষার রুটিন ও ইসলামি বই বিতরণ করা হয়। একই সঙ্গে দোহার উপজেলার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ট্রাফিক-ব্যবস্থায় সহায়তা করেন ছাত্রশিবিরের নেতা–কর্মীরা।

এই সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের দোহার উপজেলা শাখার নেতারা।

উপজেলা শিবির সেক্রেটারি ওমর ফারুক বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষায় সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি। হেল্প ডেস্কে পরীক্ষার্থী ও অভিভাবকদের দারুণ সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন ও রুটিন বিতরণ করেছি। পাশাপাশি অভিভাবকদের জন্য ইসলামি বইও বিনা মূল্যে সরবরাহ করেছি।’

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোকে আমল ও সালেহের চর্চা হিসেবে দেখছেন ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি বলেন, ‘সুরা আসরের শিক্ষা মাথায় রেখেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

কার্যক্রমে জয়পাড়া কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা–কর্মীরাও অংশ নেন। পরীক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট