হোম > সারা দেশ > ঢাকা

দোহারে পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

ঢাকা (দোহার) প্রতিনিধি

দোহারে শিবিরের হেল্প ডেস্কে শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন, পরীক্ষার রুটিন ও ইসলামি বই বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার সকাল থেকে চালু হওয়া এই হেল্প ডেস্কে শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন, পরীক্ষার রুটিন ও ইসলামি বই বিতরণ করা হয়। একই সঙ্গে দোহার উপজেলার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ট্রাফিক-ব্যবস্থায় সহায়তা করেন ছাত্রশিবিরের নেতা–কর্মীরা।

এই সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের দোহার উপজেলা শাখার নেতারা।

উপজেলা শিবির সেক্রেটারি ওমর ফারুক বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষায় সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি। হেল্প ডেস্কে পরীক্ষার্থী ও অভিভাবকদের দারুণ সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন ও রুটিন বিতরণ করেছি। পাশাপাশি অভিভাবকদের জন্য ইসলামি বইও বিনা মূল্যে সরবরাহ করেছি।’

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোকে আমল ও সালেহের চর্চা হিসেবে দেখছেন ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি বলেন, ‘সুরা আসরের শিক্ষা মাথায় রেখেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

কার্যক্রমে জয়পাড়া কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা–কর্মীরাও অংশ নেন। পরীক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে