হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিওর উপজেলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘিওরের মেয়েরা। সাত উপজেলা দলের মধ্যে আজ শনিবার বিকেলে ফাইনালে মুখোমুখি হয় হরিরামপুর উপজেলা বনাম ঘিওর উপজেলা। ফাইনালে হরিরামপুর উপজেলা দলকে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘিওর উপজেলা। 

গতকাল শনিবার সন্ধ্যায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে চ্যাম্পিয়ন, রানার আপ ও সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টুর্নামেন্ট থেকেই তৃণমূল থেকে অনেক খেলোয়াড় আজ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুযোগটি করে দিয়েছেন বলেই অজপাড়াগাঁয়ের ছেলেমেয়েরাও খেলাধুলায় আগ্রহী হচ্ছে।’ 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুদেব সাহা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আখতারুজ্জামান রেজা তালুকদার প্রমুখ। 

এছাড়া বিজয়ী দলের কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন-ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হামিদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, শেখ ফরিদ, নুরে আলম সিদ্দিকী, হাবিব খান প্রমুখ। 

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন