হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিওর উপজেলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘিওরের মেয়েরা। সাত উপজেলা দলের মধ্যে আজ শনিবার বিকেলে ফাইনালে মুখোমুখি হয় হরিরামপুর উপজেলা বনাম ঘিওর উপজেলা। ফাইনালে হরিরামপুর উপজেলা দলকে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘিওর উপজেলা। 

গতকাল শনিবার সন্ধ্যায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে চ্যাম্পিয়ন, রানার আপ ও সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টুর্নামেন্ট থেকেই তৃণমূল থেকে অনেক খেলোয়াড় আজ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুযোগটি করে দিয়েছেন বলেই অজপাড়াগাঁয়ের ছেলেমেয়েরাও খেলাধুলায় আগ্রহী হচ্ছে।’ 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুদেব সাহা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আখতারুজ্জামান রেজা তালুকদার প্রমুখ। 

এছাড়া বিজয়ী দলের কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন-ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হামিদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, শেখ ফরিদ, নুরে আলম সিদ্দিকী, হাবিব খান প্রমুখ। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট