হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার কাছে একদল ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা ও তাঁর দুই স্বজনকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে মোহাম্মদপুর থানার আল্লাহ করিম মসজিদসংলগ্ন তিনরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সারদায় মৌলিক প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজিদ বিন কামাল (২৮), তাঁর দূরসম্পর্কের দুই চাচাতো ভাই তৌহিদুর রহমান ওরফে ফাহিম (২৭) ও বিপুল (২৭)।

পুলিশ সূত্র জানায়, গভীর রাতে এএসপি সাজিদ বিন কামালকে বহনকারী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১৯-২৩২৩) সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির সামান্য ক্ষতি হয়। এরপর মোটরসাইকেলের আরোহীসহ আরও কয়েকজন মোটরসাইকেল আরোহী প্রাইভেট কারটি ধাওয়া করে। একপর্যায়ে প্রাইভেট কারটি রাস্তার পাশে থাকা বড় বোর্ডের সঙ্গে ধাক্কা খায় এবং সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ সময় ১০-১২ জন গাড়িতে থাকা এএসপি সাজিদ ও তাঁর দুই স্বজনকে মারধর করেন এবং এএসপির মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

মারধরের বিষয়টি নিশ্চিত করে সাজিদ বিন কামাল সাংবাদিকদের জানান, পরে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, এএসপি সাজিদ বিন কামাল খুলনা থেকে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে ঢাকায় আসছিলেন। পথে তাঁর গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ফোন ছিনতাইয়ের বিষয়ে তিনি অবগত নন এবং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট