ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী দল খেলাফত মজলিস। দলটির দাবি, এই হামলা শুধু ইরানের ওপর নয়, বরং তা সমগ্র মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত করেছে।
আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জুমার নামাজ শেষে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে উপস্থিত ছিলেন দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের। তাঁরা বলেন, আন্তর্জাতিক আইন ও সীমান্তের মর্যাদা লঙ্ঘন করে ইসরায়েল যেভাবে ইরানের ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে, তা পুরো মুসলিম বিশ্বের জন্য অপমানজনক ও সহ্যযোগ্য নয়। এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।
নেতারা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ্বশান্তি ও মানবাধিকারের স্বার্থে ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রতিরোধ করা এখন সময়ের দাবি।
বিক্ষোভকারীরা দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জনগণ আজ ইসরায়েলের রাষ্ট্রীয় আগ্রাসনের শিকার। অথচ জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। এই নীরবতা ইসরায়েলের সহিংসতাকে আরও উৎসাহিত করছে।
এদিন বিক্ষোভে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে বায়তুল মোকাররম মসজিদের আশপাশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুসল্লিদের প্রবেশের সময় পুলিশ তল্লাশি চালায় এবং সতর্ক অবস্থানে থাকে।
জুমার নামাজ ও সমাবেশ শেষে খেলাফত মজলিস একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত পথ ঘুরে আবার একই স্থানে শেষ হয়। এতে দলীয় নেতারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং মুসলিম বিশ্বের ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।