হোম > সারা দেশ > ঢাকা

বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ড: আগুনের চেয়ে ক্ষতি বেশি পানিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণের সময় পানির কারণেই বেশিরভাগ দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।

আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসার পর বইয়ের ক্ষতি বিবেচনা করে ফায়ার সার্ভিসকে আর পানি না দিতে অনুরোধ জানান কয়েকজন দোকানি। এরপর ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে ভেজা-আধা ভেজা অক্ষত বইগুলো বের করে নিতে দেখা গেছে।

নেহা বুকসের স্বত্বাধিকারী নাইম হোসেন বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার বই ছিল। আগুনে পুড়ে এত বই নষ্ট হতো না। কিন্তু আগুন নেভাতে গিয়ে পানিতে সব বই নষ্ট হয়ে গেছে।’

আলম বুকস কর্ণারের বিক্রয়কর্মী বদিউল বলেন, ‘মার্কেট বন্ধ থাকায় দোকানে আমাদের কেউ ছিল না। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে আমরা দোকানে ঢুকে দেখি আগুনে আমাদের দোকানের একটা বইও পোড়েনি। কিন্তু পানিতে সব বই ভিজে গেছে।’ তিনি দাবি করেন, দোকানে প্রায় ১৫ লাখ টাকার বই ছিল।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ফারহান বুকসের একজন বিক্রয়কর্মী জানান, দোতলার একটা দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

ওই বিক্রয়কর্মী বলেন, ‘আগুন লাগার পর ফায়ার সার্ভিসের মাত্র একটা ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটেই তাঁদের পানি শেষ হয়ে যায়। এরপর বাকি ইউনিটগুলো আসতে ২০ মিনিটের বেশি সময় লাগে। তাঁরা যদি আরেকটু আগে আসত তাহলে হয়তো ক্ষতির পরিমাণ কম হতো।’

আগুন নিয়ন্ত্রণের পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘নীলক্ষেতের আগুনের সূত্রপাত দোতলা থেকে। আমরা অনুমান করছি, দোতলায় যারা কাজ করে তাঁরা হয় তো কোনো ইলেকট্রনিক লাইট জ্বালিয়ে রেখে যান।’

ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘ ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত দোকান দোতলায় বেশি। ৩০ থেকে ৩৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলায় আগুনে ক্ষতি হয়নি।’

সাপ্তাহিক বন্ধের দিনেও অনেক দোকান খোলা ছিল বলে অনেকে জানিয়েছেন। এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার নিউমার্কেট এলাকা বন্ধ থাকে। আমরা আগুন লাগার খবর পেয়ে এসেছি।’

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে লাগা আগুন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে ১০টি ইউনিট।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট