হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত সিদ্দিকের ছোট ভাই ইদ্রিস আলী জানান, তাঁদের বাড়ি মাদারীপুরের কালকিনি থানার উর্বির চর গ্রামে। মৃত সিদ্দিকুর রহমান বর্তমানে কামরাঙ্গীরচর রানি মার্কেট কাঠপট্টি এলাকায় থাকতেন এবং সেখানে কাঠের ব্যবসা করতেন। 

ইদ্রিস আলী জানান, সোমবার রাতে কাঠ কিনতে কামরাঙ্গীরচর বেড়িবাঁধের একটি স মিলে যান সিদ্দিকুর। সেখান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকায় এলে দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ওই মোটরসাইকেল চালকসহ কয়েকজন পথচারী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কামরাঙ্গীরচর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে