হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে মো. হোসেন বাবু (৩৪) নামে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের দেইল্লা ঋষিপাড়াসংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় ওই কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ট-১৬-৪৯৯২) চাকা বাবুর মাথার ওপর দিয়ে যায়। পাশাপাশি তাঁর মোটরসাইকেলটির সামনের অংশ ভেঙে যায়। এ ঘটনায় স্থানীয়রা আকতার (৩৫) নামে ওই কাভার্ড ভ্যানের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আকতার ঢাকার মতিঝিল আইসিটিসংলগ্ন টিটুর বাড়ির ভাড়াটিয়া ও শরীয়তপুরের পালং থানার ডুংসার বাজারসংলগ্ন মো. হাতেমের ছেলে। আর নিহত বাবু নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। মৃতের একজন কন্যাসন্তান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের দেইল্লা এলাকায় মোটরসাইকেল চালিয়ে ডেমরার বাঁশেরপুলে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে যাওয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবু মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। এরপর কাভার্ড ভ্যানটি তাঁর ওপর দিয়ে চলে যায়। 

এদিকে খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ দুর্ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ বাদী হয়ে আজ ডেমরা থানায় মামলা করেছে। ওই দিনই আটক আকতারকে আদালতে পাঠানো হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট