হোম > সারা দেশ > ঢাকা

ঈদের জামাত নিয়ে নতুন কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় ঈদের জামাতকে কেন্দ্র করে নাশকতা বা হামলার মতো কোনো হুমকি নেই। তবে অতীতের হামলা ও নাশকতার ঘটনাগুলো আমলে নিয়ে প্রস্তুতি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

আজ শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি। 

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঈদের জামাতে কোনো নাশকতা বা হামলার হুমকি নেই। তবে শোলাকিয়া ঈদগাহে অতীতের দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ 

ঢাকার প্রতিটি ঈদের জামাতের নিরাপত্তা ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মুসল্লিরা কোনো শঙ্কা ছাড়া ঈদের নামাজ আদায় করতে পারবেন, এ বিষয়ে তাঁদের নিশ্চিন্ত করছি। সিটিটিসির ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো মাঠ সুইপিং করা হয়েছে, যা ঈদের সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। পুরো এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা পাহারায় থাকবেন, যাতে ঈদগাহ মাঠে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে। ঈদের দিন সিটিটিসির সোয়াট টিম আশপাশে থাকবে, যাতে যেকোনো পরিস্থিতিতে তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করতে পারে।’ 

ডিএমপি কমিশনার গোলাম ফারুক আরও বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। পুরো মাঠ সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। জাতীয় ঈদগাহে আসা প্রত্যেককে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। এ জন্য যাতে সবাই একটু সময় নিয়ে মাঠে আসেন। মাঠে জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে আনবেন না। কোনো দাহ্য পদার্থ আনা যাবে না।’ 

জাতীয় ঈদগা মাঠে ভিআইপি যাঁরা আসবেন, তাঁদের জন্য স্পেশাল নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি ফায়ার ব্রিগেড থাকবে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। 

উল্লেখ্য, জাতীয় ঈদগাহ মাঠে ঢাকার সব থেকে অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। এখানে নামাজ আদায় করেন রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এবার প্রায় ৩৫ হাজার লোক একসঙ্গে এখানে নামাজ আদায় করবেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট