হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক ৫, মামলা একজনের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট এলাকায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আলোচনা সভায় কাফনের কাপড় ও ছুরিসহ আসায় পাঁচজনকে আটক করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চারজনকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় আটক একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শাহবাগ থানায়। আজ বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হোসেন। 

গতকাল বুধবার আটক হওয়া শহিদুজ্জামান ওরফে রাজিব (৩৪) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ। মামলা দায়েরের পর রাজিবের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে শাহবাগ থানা–পুলিশ। 

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই সময় অনুষ্ঠান থেকে ছুরিসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শিক্ষানবিশ আইনজীবী এবং বাকি দুজন আইন জেলা ছাত্রলীগের নেতা। 

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের নামে মামলা হয়েছে। বাকি চারজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষে তাঁর মোটিভ সম্পর্কে বলা যাবে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন