হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক ৫, মামলা একজনের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট এলাকায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আলোচনা সভায় কাফনের কাপড় ও ছুরিসহ আসায় পাঁচজনকে আটক করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চারজনকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় আটক একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শাহবাগ থানায়। আজ বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হোসেন। 

গতকাল বুধবার আটক হওয়া শহিদুজ্জামান ওরফে রাজিব (৩৪) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ। মামলা দায়েরের পর রাজিবের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে শাহবাগ থানা–পুলিশ। 

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই সময় অনুষ্ঠান থেকে ছুরিসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শিক্ষানবিশ আইনজীবী এবং বাকি দুজন আইন জেলা ছাত্রলীগের নেতা। 

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের নামে মামলা হয়েছে। বাকি চারজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষে তাঁর মোটিভ সম্পর্কে বলা যাবে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু