হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দুই ঘণ্টায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪ বাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পৃথক চার জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ৭টা ৩৫ মিনিটে, ৮ টার কিছুটা পরে ও রাত পৌনে ১০ টায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, দুটি করে ইউনিট প্রতিটি জায়গায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। 

রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ জনপথ মোড় ও গুলিস্থান এলাকায় চার বাসে আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউ মার্কেট এলাকায় মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে এবং এলিফ্যান্ট রোড এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা ভাড়ায় চালিত একটি বাসে, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটা যাত্রীবাহী বাসে   আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় কোন বাসে আগুন দিয়েছে সেই পরিবহনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি। 

চারটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। যুবকগুলোর পরিচয় জানা যায়নি।

এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।

 

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের শরিকেরা। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট