হোম > সারা দেশ > ঢাকা

ডেটা এন্ট্রি অপারেটর পদে দ্রুত নিয়োগ চেয়ে ইসিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ সম্পন্নের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরিপ্রত্যাশী আবেদনকারীরা। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকৃত চাকরিপ্রত্যাশীদের ব্যানারে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি জমা দেন।

এর আগে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন তাঁরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২০ মে ইসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে একটি ক্যাটাগরিতে নিয়োগের কথা উল্লেখ থাকে। যার প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের ২৮ মার্চ তার ফলাফল প্রকাশিত হয়। গত ১৭ জুন লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র দেওয়া হলেও অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়।

অন্যদিকে দেশের পরিস্থিতি হঠাৎ অস্থিতিশীল হয়ে যাওয়ার কারণে ডেটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষাটি আর নেওয়া হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পাঁচ বছরের বেশি সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও যথাসময়ে পরীক্ষা নেওয়া হয়নি এবং এর মাঝে আমাদের অনেকের সরকারি চাকরির পরীক্ষার বয়সসীমা শেষ হয়ে গেছে।

এ ছাড়া অনেকের বয়স প্রায় শেষের দিকে। এই অবস্থায় আমরা চাকরিপ্রত্যাশীরা দিন দিন অসহায় হয়ে পড়েছি, বেকারত্ব দিন দিন আমাদের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে।

এতে কিছু দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো স্থগিত হওয়া লিখিত পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে; এ সময়ের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে; আউটসোর্সিং এবং প্রকল্প থেকে কাউকে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না; স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর শাকিল সরকার ও মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সচিব স্যার বলেছেন, নির্বাচন কমিশনাররা না থাকলে পরীক্ষা নেওয়া যায় না। কমিশন যোগদানের দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেবে। আউটসোর্সিংয়ের কোনো জনবল বিদ্যমান নিয়োগ কার্যক্রমে পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করানো হবে না।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট