ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী আবু সায়েদ (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, আবু সায়েদের বাড়ি কুমিল্লা জেলার লাকশাম থানার উদাইশ গ্রামে। বাবার নাম আইয়ুব আলী। তিনি নারী ও শিশু মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁর কয়েদি নম্বর ১২৫৫ /এ।