হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আরেক যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট ঢাকার গুলিস্তানে লাঠির আঘাতে আহত রমজান মিয়া জীবন (২৬) নামে এক যুবক মারা গেছেন। আজ বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত জীবনের মামা মো. রোকন জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাঠানবাড়ি গ্রামে। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশন লটলমাটিয়া এলাকায়। স্ত্রী সাহারা খাতুনকে নিয়ে থাকতো। তার স্ত্রী ছয়মাসের অন্তসত্ত্বা ছিল। আলু বাজার জুতার কারখানায় কাজ করতো জীবন। 

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট ঢাকার গুলিস্তান আওয়ামীলীগ পার্টি অফিস এলাকায় মিছিলে যায়। সেখানে লাঠির আঘাতে আহত হয় জীবন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। বিকালো সংবাদ পেয়ে হাসপাতালে অচেতন অবস্থায় পাই জীবনকে। সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দুইমাস চিকিৎসার পর আজ বিকালে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন