হোম > সারা দেশ > ঢাকা

কোটা পুনর্বহালের প্রতিবাদ ৩৫ প্রত্যাশীদের 

ঢাবি প্রতিনিধি

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল-সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ‘৩০-এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদ করেছে ‘৩৫ প্রত্যাশী’রা। 

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও সমাবেশ করে তারা।

শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, ‘কোটা প্রথা ও বয়সবৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। তাই আমরা রোববারের মধ্যে সরকারকে আলটিমেটাম দিয়ে কোটা বাতিল, ৩৫-এর দ্রুত প্রজ্ঞাপন ও  আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চাই। 

এভাবে বছরের পর বছর শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করা হচ্ছে, এ তামাশা মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থীরা পড়াশোনা করে একটি চাকরির আশায় বছরের পর বছর পার করছে, বয়স বৃদ্ধি করা না হলে বেকার একটি প্রজন্ম, হতাশাগ্রস্ত একটি প্রজন্ম তৈরি হবে। সে জায়গায় যদি কোটায় বেশির ভাগ চাকরি হয়, তাহলে তো শিক্ষার্থীদের আর কিছু করার থাকবে না। তারা দেশ ছেড়ে চলে যাবে। শিক্ষার্থীরা দেশ ছাড়লে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এ আন্দোলন চলমান থাকবে বলে জানান শরিফুল। এ সময় শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে