হোম > সারা দেশ > ঢাকা

কোটা পুনর্বহালের প্রতিবাদ ৩৫ প্রত্যাশীদের 

ঢাবি প্রতিনিধি

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিল-সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে ‘৩০-এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদ করেছে ‘৩৫ প্রত্যাশী’রা। 

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেও সমাবেশ করে তারা।

শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, ‘কোটা প্রথা ও বয়সবৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। তাই আমরা রোববারের মধ্যে সরকারকে আলটিমেটাম দিয়ে কোটা বাতিল, ৩৫-এর দ্রুত প্রজ্ঞাপন ও  আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চাই। 

এভাবে বছরের পর বছর শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করা হচ্ছে, এ তামাশা মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থীরা পড়াশোনা করে একটি চাকরির আশায় বছরের পর বছর পার করছে, বয়স বৃদ্ধি করা না হলে বেকার একটি প্রজন্ম, হতাশাগ্রস্ত একটি প্রজন্ম তৈরি হবে। সে জায়গায় যদি কোটায় বেশির ভাগ চাকরি হয়, তাহলে তো শিক্ষার্থীদের আর কিছু করার থাকবে না। তারা দেশ ছেড়ে চলে যাবে। শিক্ষার্থীরা দেশ ছাড়লে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এ আন্দোলন চলমান থাকবে বলে জানান শরিফুল। এ সময় শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ