হোম > সারা দেশ > ঢাকা

হাইকোর্টের যেকোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক ওয়েবসাইটে দিতে হবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্ট বিভাগে প্রতিটি মামলার শুনানি শেষে আদালতের ঘোষিত সংক্ষিপ্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে অনলাইনে কার্যতালিকায় প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসারদেরকে এই নির্দেশ দেওয়া হয়। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির আজকের পত্রিকাকে বলেন, এটাই থাকার নিয়ম। যদিও সব সময় তাৎক্ষণিক হয় না। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তাৎক্ষণিক ফলাফল জানতে পারলে বিচারপ্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। 

নির্দেশনায় বলা হয়, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদেরকে রায় ও আদেশ ওয়েবসাইটে আপলোড করার বিষয়ে বিদ্যমান নির্দেশনাবলি কঠোরভাবে মেনে চলতে হবে। 

এর আগে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফরমস’-এর সুপারিশের ভিত্তিতে রেজিস্ট্রার কার্যালয়ের চারজনের সমন্বয়ে ওয়েব আপলোড মনিটরিং টিম গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মুহাম্মদ ফারুকী, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. শামীম সুফী। 

স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, বিচারপ্রার্থী এবং মামলার পক্ষগণ সঙ্গে সঙ্গেই আদালতের সিদ্ধান্ত জানতে চান। কিন্তু অনেক সময় তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে আপলোড হয় না। তাই এই নির্দেশনা জারি করা হয়েছে। আশা করি এতে মামলার পক্ষগণ সঙ্গে সঙ্গেই ফলাফল দেখতে পাবেন। এতে বিচারপ্রার্থীসহ সবার উপকার হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার