হোম > সারা দেশ > ঢাকা

লাভের আশায় আগাম আলু চাষ, তবে ফলন কম

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আগাম আলু তুলছেন কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা

বেশি লাভের আশায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে আগাম আলু তোলা শুরু করেছেন কিছু চাষি। উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের কয়েকজন কৃষক আগাম আলু উত্তোলন করেছেন। তবে পুরোদমে উত্তোলন শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, কৃষক নূর ইসলাম ব্যাপারী তাঁর জমি থেকে আগাম আলু উত্তোলন করছেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েক মাস পর আলু উত্তোলন শুরু করা হবে, তাই কৃষকেরা জমিগুলো পরিচর্যা করছেন।

কৃষক নূর ইসলাম বলেন, ‘আমি ২৫ বিঘা জমিতে আলু রোপণ করেছি। ইতিমধ্যে সাড়ে ৩ বিঘার আলু তুলে বাজারে বিক্রি করে দিয়েছি।’ তিনি বলেন, এবার জমিতে আলুর ফলন বেশি ভালো হয়নি। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ। শ্যামবাজার পাইকারি আড়তে বর্তমানে আলুর বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা দরে।’ তিনি আরও বলেন, ‘আগাম আলু তুলে বিক্রি করছি এবং কেজিপ্রতি ৪৮-৫০ টাকা দাম পাইছি। এতে দাম ভালো পাওয়া যায়, অন্যান্য কৃষকের চেয়ে একটু বেশি লাভবান হওয়া যায়, তাই আগাম আলু রোপণ করি।’

উপজেলার খাসকান্দি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তামান্না ইয়াসমিন বলেন, ‘আমার ব্লকে প্রায় ৫০ হেক্টরে আগাম আলু রোপণ করে থাকেন কয়েকজন কৃষক। সেই আলু অল্প অল্প তুলে বেশি দামে বিক্রি করে থাকেন। এতে করে কৃষকেরা বেশ লাভবান হন। সেজন্যই তাঁরা প্রতিবছর আগাম আলু রোপণ করে থাকেন। এবার ফলন একটু কম হলেও বেশি দাম পাচ্ছে তাঁরা।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট