হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব চায় ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হাতিরঝিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রাজধানীর খালগুলোর মতো হাতিরঝিলের জলাবদ্ধতা নিরসন করতে চায় সিটি কর্পোরেশন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার কয়েকটি এলাকার জলাবদ্ধতার সমস্যা নিরসনে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, রাজউক যদি হাতিরঝিলকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারে তাহলে এর পুরো দায়িত্ব ডিএনসিসির কাছে বুঝিয়ে দিক। হাতিরঝিল এবং লেকসহ সকল জলাশয় দ্রুত ডিএনসিসিকে বুঝিয়ে দিলে সেগুলো উদ্ধার এবং রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করা হবে।

মেয়র বলেন, খালগুলো যখন ওয়াসার ব্যবস্থাপনায় ছিল তখন সেগুলো সঠিকভাবে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়নি। সিটি কর্পোরেশন দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি হাউজিং কোম্পানিগুলোকে তাদের কাজের দ্বারা যাতে নগরবাসীকে জলাবদ্ধতাসহ কোন ধরণের দুর্ভোগ পোহাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

এসময় তিনি রামপুরা পাম্পহাউজ পরিদর্শনকালে যে সকল পাম্প নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামতের  জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু