হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব চায় ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হাতিরঝিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রাজধানীর খালগুলোর মতো হাতিরঝিলের জলাবদ্ধতা নিরসন করতে চায় সিটি কর্পোরেশন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার কয়েকটি এলাকার জলাবদ্ধতার সমস্যা নিরসনে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, রাজউক যদি হাতিরঝিলকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারে তাহলে এর পুরো দায়িত্ব ডিএনসিসির কাছে বুঝিয়ে দিক। হাতিরঝিল এবং লেকসহ সকল জলাশয় দ্রুত ডিএনসিসিকে বুঝিয়ে দিলে সেগুলো উদ্ধার এবং রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করা হবে।

মেয়র বলেন, খালগুলো যখন ওয়াসার ব্যবস্থাপনায় ছিল তখন সেগুলো সঠিকভাবে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়নি। সিটি কর্পোরেশন দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি হাউজিং কোম্পানিগুলোকে তাদের কাজের দ্বারা যাতে নগরবাসীকে জলাবদ্ধতাসহ কোন ধরণের দুর্ভোগ পোহাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

এসময় তিনি রামপুরা পাম্পহাউজ পরিদর্শনকালে যে সকল পাম্প নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামতের  জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন